বান্দরবানে ১৭তম স্বপ্নযাত্রী অবসর পাঠাগারের উদ্বোধন 

“অবসরে পড়ি বই, আলোকিত মানুষ হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন করা হয়েছে ১৭তম স্বপ্নযাত্রী অবসর পাঠাগার। 
 
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক শেডে এ পাঠাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিম আরা রিনি। অভিভাবকদের অপেক্ষার সময়কে অর্থবহ করা লক্ষ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়। 
 
প্রধান অতিথি শামিম আরা রিনি বলেন, বর্তমানে তরুণ সমাজ দিন দিন বই বিমুখ হয়ে যাচ্ছে। এমন সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এ ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। অভিভাবকরা যত বইমুখী হবেন, তাদের সন্তানেরাও তত বেশি বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে।
তিনি পাঠাভ্যাস, গবেষণা ও মুক্ত চিন্তার বিকাশে এমন উদ্যোগ আরও বিস্তারের আহ্বান জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি বান্দরবানের প্রতিটি উপজেলায় একটি করে লাইব্রেরি স্থাপনে স্বপ্নযাত্রীকে পাশে থাকার আহ্বান জানান। 
 
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাবের সঞ্চালনায় সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, সংগঠনের প্রতিষ্ঠাতা কামাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সদস্য সাফায়েত শিহাব, আবু ফয়েজ, ছমিরা আক্তার শিরিন, ইরফান আজাদ, হাসিবুল হাছানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।