রাঙামাটিতে ফের বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে দুই দিনের ব্যবধানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মারিশ্যা–দিঘিনালা সড়কের পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি মারিশ্যা জোনের একটি চৌকস দল। অভিযানটি পরিচালনা করেন মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান।
 
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল আরোহী বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে ১০০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
আরমান ও রনি গং এসব সিগারেট দীঘিনালায় প্রতিনিয়ত পাচার করে আসছে বলে স্থানীয় বিশ্বস্থ সূত্র নিশ্চিত করেছে।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

এদিকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির এ ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এর আগের দিন শনিবার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় মাছের ট্রাকে পাচারের সময় ১৪৫০ প্যাকেট (মোট ১৪৫ কার্টুন) ভারতীয় সিগারেট এবং ঢাকা মেট্রো–ন–১৫৯৩৮২ নম্বরের একটি মিনিট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে বিজিবি।