টঙ্গীতে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের টঙ্গীতে এক বিকাশ কর্মীকে গুলি করে এবং কুপিয়ে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে জনাকীর্ণ আনারকলি রোডে এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মোবাইল ব্যাংকিং ডিস্ট্রিবিউশন হাউজের কর্মী আরিফ হোসেন (২৭) ও তার সহকর্মী আজাদ (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আরিফ ও আজাদ মোটরসাইকেলে করে দিনের কালেকশনের টাকা নিয়ে ফিরছিলেন। তারা টঙ্গী পূর্ব থানার মধুমিতা তিন তালা মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ২-৩ জন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আরিফ ও আজাদ বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা আরিফের বুকের ডান পাশে গুলি করে এবং বুকের বাম পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এ সময় আজাদকেও অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। পরে দুর্বৃত্তরা ১৪ লাখ ৭৭ হাজার টাকার ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা রক্তমাখা অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আরিফের বুকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছিনতাইকারীরা প্রায় ১৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’