ফরিদপুরে হেযবুত তাওহীদের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধের দাবিতে আলেমসমাজ ও ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা শামসুল হক-এর সভাপতিত্বে এবং মুফতি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা আমজাদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন ও মুফতি মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন মুফতি আবু নাসির আইয়ুবী।
এছাড়া বক্তব্য রাখেন- জুলাই যোদ্ধা মো. সোহেল রানা, মাওলানা মাহবুবুল কবীর, মাওলানা আবুল হাসান, মুফতি মোস্তফা কামাল, খন্দকার ওহীদুজ্জামান, মৌলানা মুস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা আবুল হাসান, ইমরান নাজিরসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে হেযবুত তাওহীদের সকল কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আগামী দিনে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে ফরিদপুরে আলেম উলামা ও ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসাইন।