গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আকাশ মিয়া (২৭)কে গ্রেফতার করেছে র্যাব-১। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেওয়া পশ্চিম খন্ড (কামারপট্টি) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাজীপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আকাশ মিয়া শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (কামারপট্টি) এলাকার আব্দুল করিমের ছেলে। প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার নামে অস্ত্র ও হত্যা সংক্রান্ত একটি মামলা রয়েছে, এবং বর্তমানে ওই মামলায় সে জামিনে ছিল।
লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, সেনাবাহিনী এবং যৌথ বাহিনী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেওয়া পশ্চিম খন্ড এলাকায় কতিপয় দুষ্কৃতিকারীরা ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে আছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-১ এবং সেনাবাহিনীর আভিযানিক দল কামারপট্টি এলাকায় অভিযান চালায়।
এক পর্যায়ে আকাশ মিয়ার ভাঙ্গারী দোকানের ভিতরে অভিযান চালালে দোকানে রাখা ড্রামের আড়াল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল নাফিস আরও বলেন, আকাশ মিয়া মূলত অস্ত্র ভাড়া দেওয়ার কাজে নিয়োজিত ছিল। সে বিদেশ থেকে অস্ত্র এনে বিভিন্ন অপকর্মের জন্য ভাড়া দিত। কিছুদিন আগেও ফায়ারিং ইনসিডেন্ট পাওয়া গিয়েছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ বলেন, শনিবার সকালে র্যাব আসামিকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। পরে দুপরে আকাশ মিয়াকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।