মুন্সিগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বনিক্যপাড়া এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে চালককে আটক করে।

নিহতরা হলেন- লিপি বেগম (৩৫) ও তার ৬ মাসের মেয়ে আলিছা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ মাসের মেয়ে আলিছাকে নিয়ে অটোরকিশায় করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এসময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি অটোরকিশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।