টঙ্গীতে ২০ মামলার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর

গাজীপুর মহানগরের টঙ্গীতে ২০ মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ওই আসামির নাম ইব্রাহিম খলিল অপু (৩১)। তিনি টঙ্গীর মরকুন এলাকার মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ গ্রেপ্তারি পরোয়ানা ও চলমান ২০ মামলার আসামি অপুকে গ্রেপ্তার করার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপরও তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। গ্রেপ্তারের সময় দুই শতাধিক লোক পুলিশের ওপর হামলা করে পুলিশের ব্যবহৃত সিএনজি ভাঙচুর চালায়। এসময় তারা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।