ঢাকা-নারায়নগঞ্জ রোডে যাত্রীবাহী বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া করায় রোববারের অর্ধবেলা হরতাল প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এর আগে জেলা প্রশাসন ও পরিবহন মালিক সমিতি জরুরি সভা ডেকে বাস ভাড়া কমানোর কথা জানায়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রফিউর রাব্বি বলেন, বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হোক তা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম চায় না। একই সাথে পরিবহন খ্যাতে নতুন করে কোন মাফিয়া, চাঁদাবাজ ও গডফাদারের রাজত্ব মেনে নেওয়া হবে না। ঢাকা নারায়ণগঞ্জ পথে ননএসি বাসের ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করায় সার্বিক দিক বিবেচনা করে যৌতিক ভাড়া নির্ধারণ হওয়ার হরতার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে গত ২১ দিন ব্যাপী ঢাকা- নারায়নগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন শুরু করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এতে সমর্থন জানান পেশাজীবি সংগঠন, রাজনৈতিক দল শিক্ষার্থীরা।