বকেয়া বেতনের দাবিতে আবারও গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানিয়েছেন, স্থানীয় সারাবো এলাকায় বিগত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে গার্মেন্টসসহ একাধিক কারখানা আছে। সেখানের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর বেতন বকেয়া পড়েছে। গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে তার ব্যাংক হিসাব।
বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থেকে শ্রমিকেরা নিয়মিত আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে রোবার আবারও শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শিল্প–পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধে অনড় রয়েছেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।