সাদপন্থী ২৯ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর মহানগরীর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় সাদপন্থী ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করা হয়। 

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ। আসামিরা সবাই সাদ অনুসারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর।

মামলার বাদী শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) অনুসারী তাবলিগের সাথী এসএম আলম হোসেন। তিনি কিশোরগঞ্জ সদর থানার গাইটাল গ্রামের এসএম মোক্তার হোসেনের ছেলে ও আলমি শূরার কিশোরগঞ্জ জেলার সাথী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দায়েরের পর শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুয়াজ বিন নূর (৪০) মামলার ৫ নম্বর আসামি। নূর রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, টঙ্গী  ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়। এই মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় জিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।