নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাটাবো আতলাশপুর এলাকার রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।
রূপসী-কাঞ্চন সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী সড়ক প্রাইভেটকার চাপায় দুইজন নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে মাছ কিনছিলেন রাম দাস ও ইবাদুল্লাহ। এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে রাম দাস ও ইবাদুল্লাহ চাপা পড়েন। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
এ সময় আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন পথচারী আহত হন। তাদেরকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে, বুধবার সকাল ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে তারা জেলাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ইট বহনকারী একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই হৃদয় নিহত হন। দুর্ঘটনায় মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধারসহ ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহন জব্দ করা হয়েছে।