ফরিদপুরের মধুখালীতে সাংবাদিক সৌগত বসুর গ্রামের বাড়িতে বাবা-মাসহ তিনজনকে কুঁপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন গ্রামের পূর্বপাড়া এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাংবাদিক সৌগত বসুর বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৫), মা কাকুলী বসু (৬০) ও প্রতিবেশী কিশোরী প্রীতি মালো (১৫)।
সাংবাদিক সৌগত বসু দৈনিক আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আহতরা জানান, রাতে তারা টিভি দেখছিলেন। এ সময় ঘরের ভেতর একজনকে দেখতে পায়। তাকে ধাওয়া দিলে বাড়ির দোতলা অবস্থান নেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে শ্যামলেন্দু বসুর মাথায় কোপ দেয়। পরে অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।
ডুমাইন ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড মেম্বার জীবন কুমার মন্ডল জানান, রাতে হঠাৎ তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে যান। সেখানে গিয়ে দেখে শ্যামলন্দ, তার স্ত্রী ও গৃহপরিচারিকা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা।
ফরিদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, চুরি করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। ১৫ বছর এক কিশোর ওই বাড়িতে অবস্থান নেয়। বিষয়টি দেখতে পেয়ে গৃহকর্তা ধাওয়া দিলে তাকে এবং অন্যদের সোল দিয়ে আঘাত করা হয়েছে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
সাংবাদিক সৌগত বসু জানান, এটি চুরির কোনো ঘটনা নয়। এছাড়া কোনো মালামালও খোয়া যায়নি। এটা অবশ্যই হামলা বা অন্য কোনো ঘটনা হতে পারে।