কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ইটবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া (৪২), সূত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সাড়ে ৪টার দিকে পাইকপাড়া বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা তিনজন যাত্রী নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড় কাঞ্চনপুর চেয়ারম্যানবাড়ী বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাওনাগামী ইটভর্তি (ঢাকা মেট্রো-ট ১৫-২০২৯) একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক করিম মিয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশার যাত্রী অয়ন রায় ও সুদীপ দাস মারা যান।

কালিয়াকৈর থানার এসআই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত একজনের লাশ উদ্ধার করা হয়। অন্য দুজনের লাশ উদ্ধারে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া ঘাতক ট্রাক আটক করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।