নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৬টার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শাহ ফয়সাল, শরীফ, ফারুক ভূঁইয়া, নাহিদ হাসান রাব্বি, বকুল মিয়া, মো. জসিম।
সোনারগাঁও থানা ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, গ্রেপ্তার আসামিরা বিভিন্ন অপরাধে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।