গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় এক সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাংবাদিক মিনহাজুল কবির মাসুদ (৪০) ও সম্রাট (৩৫)।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া বিমানঘাঁটি ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজুল কবির মাসুদ জেলার শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি দৈনিক একুশের বাণী পত্রিকায় শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিহত সম্রাট সাংবাদিক মাসুদের সঙ্গী ছিলেন। তার বাড়িও শ্রীপুরে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক মাসুদ ও সম্রাট মোটরসাইকেলে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। ঢাকার দিক থেকে কাভার্ড ভ্যানটি উল্টো পথে হোতাপাড়ার দিকে আসছিল। কাভার্ড ভ্যানটি বিমানঘাঁটির সামনে ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ্ আহমেদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনা প্রসঙ্গে গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিপন শাহ বলেন, ‘সাংবাদিকসহ দুজনের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শান্তির দাবি জানাচ্ছি।’