বেক্সিমকোর ১৬ কারখানা খোলার দাবিতে গণসমাবেশ

বকেয়া বেতন পরিশোধসহ গাজীপুর নগরের সারাব এলাকার ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের’ বন্ধ হওয়া ১৬ কারখানা চালুর দাবিতে গণসমাবেশ করেছে কর্মহীন শ্রমিকেরা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে শ্রীপুরে সানসিটির মাঠে এ সমাবেশ শুরু করে তারা।  এতে হাজার হাজার শ্রমিক অংশ নেন।

সমাবেশে শ্রমিকরা জানান, ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা পুনরায় চালু করতে হবে। পাশাপাশি তাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়।

শ্রমিকরা বলেন, ‘আমাদের কর্মসংস্থান এবং পরিবারের ভবিষ্যৎ রক্ষার জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

মাথায় সাদা কাপড় বেধে গণসমাবেশে বিক্ষুব্ধ শ্রমিরা। ছবি: খবর সংযোগ

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, দুপুর ২টা থেকে শ্রমিকরা তাদের দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে গণসমাবেশ করছেন।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের ঘোষণা করা হয়।