রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচা বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের সময় অনলাইন ক্যাসিনো-কাণ্ডে আলোচিত সেলিম প্রধানের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতার সাওঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারের মালিকানা নিয়ে ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগী মজিবুরের সঙ্গে বিরোধ চলছিল। ৫ আগস্টের পর গাউছিয়া কাঁচাবাজার দখলে নিতে মহড়া শুরু করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিএনপি নির্বার্হী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার সমর্থকেরা বাজারের সামনে মহড়া দেয়।

 

এ সময় জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদসহ তার সমর্থকেরা গিয়ে বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়া ইটপাটকেল নিক্ষেপসহ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয় ২ জন। আহত হয় অন্তত ১০ জন। সংঘর্ষ চলাকালে বাজারের পাশে থাকা সেলিম প্রধানের বাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ও গাড়িতে অগ্নিসংযোগ করে। সংঘর্ষে ঢাকা সিলেট মহাসড়কে আধঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সংঘর্ষ চলাকালে ১১টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেটকার, একটি বাড়িতে অগ্নিসংযোগ করে সংঘর্ষকারীরা। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে জানিয়ে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। 

তিনি আরও জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন,  পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।