টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে লাখ লাখ মুসল্লির উদ্দেশে কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আসরের পর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হবে।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিবছর ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। এ জন্য আগ থেকেই বর-কনের নাম নিবন্ধন করা হয়।
জানা গেছে, বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা প্রদান করা হয়ে থাকে। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে।
মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের ইজতেমায় দেশবিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।