গাজীপুরের কালীগঞ্জে একটি শ্রমিকবাহী বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত সাতজন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহত একজন নারী শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরকা টেক্সটাইল কারখানার শ্রমিকদের বহনকারী বাসটি কর্মস্থলে যাওয়ার পথে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা তাড়াহুড়ো করে নামার সময় অন্তত সাতজন আহত হন।
স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসচালক ও সহকারী পালিয়ে যান। পরে স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা পরিবহনগুলোর নিয়মিত গ্যাস সিলিন্ডার পরীক্ষা ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ২৫ জন শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে আমেনা নামের এক নারী শ্রমিকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।