নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। রোববার (০৯ মার্চ) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়ারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল চক্রের সদস্য ইকবাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খানপুরস্থ ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে মো. জিদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে হাসপাতালের স্টাফদের প্রায় সময় হুমকি-ধমকিসহ বিভিন্নভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করে আসছিল। এর পাশাপাশি সে হাসপাতালের ভেতরে ইয়াবা সেবন ও বিক্রি করত। এ বিষয়ে কয়েকজন ভুক্তভোগী সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হাসপাতালের ভেতর থেকে তাদের আটক করে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. এমএ বাশার বলেন, যৌথবাহিনীর অভিযানে আটক দুজনের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও অপরজন হাসপাতালের কোনো এক স্টাফের আত্মীয়। তারা কেউ হাসপাতালের কর্মকর্তা বা কর্মচারী নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান জানান, জিদান জেলা কমিটির সংগঠক ছিল। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, যৌথবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মো. জিদান ও হাসপতালের দালাল ইকবালকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চার পিস ইয়াবা ও একটি চাকু উদ্ধার করা হয়।