নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুরে ইউনিয়ন বিএনপি ও বন্ধন ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। বুধবার (১৯ মার্চ) বিকেলে সাদীপুর ইউনিয়নের সাদীপুর উত্তরপাড়ায় এ অনুষ্ঠান হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া হয়। একইসাথে সাবেক ও বর্তমান কমিটির বিএনপি নেতৃবৃন্দের মিলনে ইফতার করা হয়।
এ সময় আওয়ামী লীগের কোনো দোসর যেন কারো প্ররোচনায় এবং অর্থের বিনিময়ে বিএনপিতে স্থান না পায় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তাছাড়া বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবেনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনসাদীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাদীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ সাইদুর রহমান সাদু, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ মোল্লা, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, কৃষকদল সভাপতি শাহ আলম মিয়া, শাহাবাগ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মুকুল মুন্সী, আলহাজ গোলজার হোসেন সাবেক সহ-সভাপতি ইউনিয়ন বিএনপি, আলহাজ মো. সেলিম ভূঁইয়া সাবেক সভাপতি কৃষকদল, জেলা কৃষকদল সাবেক আহবায়ক মো. কামরুজ্জামান মোল্লাসহ সাদীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।