টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। শুক্রবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার কালিয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল শিকদার (৩৫) ওই এলাকার মজনু সিকদারের ছেলে। আটক তানিয়া (৩০) নিহতের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে পারিবারিক ছোটখাটো বিষয় নিয়ে স্বামী জুয়েল শিকদার ও স্ত্রী তানিয়ার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে শুক্রবার রাতে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্বামী জুয়েল ঘুমিয়ে পড়লে স্ত্রী তানিয়া লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করতে থাকে। এসময় জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে স্ত্রী তানিয়া পালিয়ে যাওয়ার চেষ্ট করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে গুরুতর আহত জুয়েলকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, স্বামী হত্যার অভিযোগে তানিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।