ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানার পুলিশ। 

গ্রেপ্তার মো. সাব্বির হোসেন (৩৫) উপজেলার দাদপুর ইউনিয়নের বাসিন্দা, তিনি যবুলীগের ওই ইউনিয়নের সহ-সভাপতি। 

শনিবার (৫ এপ্রিল) দুপুরে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

ওই মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়েছে। 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতা সাব্বির হোসেনকে শনিবার সকালে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি মো. হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি হিসেবে সাব্বির হোসেনকে শনিবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।