ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমে এসেছে। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে। সন্ধ্যা ছয়টার পর থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চাপ কমতে থাকে।
এর আগে ভোর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে উত্তরবঙ্গগামী দূরপাল্লার যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন।
মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং বিভিন্ন স্থানে যানবাহন বিকল ও সড়ক দুর্ঘটনার কারণে ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
চালক ও যাত্রীরা জানান এ সময়টুকু কার্যত মহাসড়কে কোন শৃঙ্খলা ছিল না। যে যার মত যানবাহন পরিচালনা করেছে। শৃঙ্খলা ফেরাতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করে।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে যানবাহনের চাপ অনেকটা কমে এসেছে। অল্প সময়ের ভেতরেই এ সড়কে যান চলা চল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।