গাজীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলীর নির্বাচনি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) সকাল ১০টায় টঙ্গীর মধুমিতা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুপুর ২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন তামিরুল মিল্লাত ক্যাম্পাসে এসে শেষ হয়। শোভাযাত্রার শুরুতে মধুমিতা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। আয়োজিত শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন অংশ নেয়। এসময় নেতা-কর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।
শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, মহানগরের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুহাম্মদ ফারুক, সহ-সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন, মুহাম্মদ আজহারুল ইসলাম, মো. নেয়ামত উল্লাহ শাকেরসহ মহানগরের শুরা সদস্য, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
শোভাযাত্রা শেষে সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে আসিনি, এসেছি বাস্তব পরিবর্তনের আহ্বান নিয়ে। যারা অতীতে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, তারা উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। গাজীপুরবাসী সেই প্রতারণার শিকার হয়েছেন বারবার।
তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণ ও আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য। আমরা চাই দেশে কোরআনের আলোকে ন্যায়ভিত্তিক শাসন কায়েম হোক, যেখানে দুর্নীতি, দলীয়করণ ও অবিচারের কোনো স্থান থাকবে না। শান্তি ও ন্যায়বিচারের ভিত্তিতেই আমাদের পথচলা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে দেশ একবার গেলে, এ দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।