ময়মনসিংহের ভালুকায় স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন।
তিনি বলেন, ‘ঢাকা রেলওয়ে থানা ও জয়দেবপুর রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে নজরুলকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিকে ভালুকা থানায় হস্তান্তর করা হবে।’
এর আগে সোমবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে ময়না বেগম (২৫) ও তার দুই সন্তান রাইসা (৪) ও নীরব (২)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘তিনজনের মরদেহ গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত নির্মম। কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ময়না বেগমের স্বামী নজরুল ইসলাম সম্প্রতি পরিবার নিয়ে ভালুকায় একটি ভাড়া বাসায় উঠেছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুলিশ সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত নজরুলকে জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য সম্পর্কে তথ্য মিলতে পারে বলে আশা করা হচ্ছে।