আমগাঁও নুরে হেরা চেমন আরা মাদ্রাসার উন্নয়ন কাজের উদ্বোধন

আমগাঁও নুরে হেরা আলহাজ ডা. চেমন আরা বেগম ইবতেদায়ী দাখিল মাদ্রাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ফ্লোর পাকা করণ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)  সাদীপুর ইউপি চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি মো. রমজান আলী এ উদ্বোধন করেন। 

এ সময় সভাপতি বলেন, অত্র আমগাঁও এলাকায় শত শত লোকের বাস। এখানকার ধর্মপ্রাণ মানুষের প্রাণের দাবি ছিল মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থান প্রতিষ্ঠা করা। নিজেই উদ্যোগ নিয়ে এসব ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে এলাকার ধনী লোকদের শরণাপন্ন হন এবং স্থানীয় বিত্তশালী ইঞ্জিনিয়ার আতাউর রহমান ও তার সহধর্মিণী ডা. চেমন আরা বেগম ৬৪ শতক জমি অত্র মাদ্রাসা ও ঈদগাহের জন্য ওয়াকফাহ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ আব্দুল হাই, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ ইলিয়াস, অত্র মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. মনির হোসেন, হাজী মোহাম্মদ আলী, আব্দুল আলী, মোশাররফ হোসেন, মজিবুর রহমান মোল্লা, নাজিম উদ্দীন মোল্লা, নাছিমুল, জাভেদ ভূঁইয়া, মো. বিল্লাল হোসেন, মো. মনির হোসেন, সামছুল সহ অত্র সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।