আড়াইহাজারে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতিপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাদিম ওই এলাকার মজিদ মিয়ার ছেলে।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকাকালে সে নিজ বসতঘরের জানালার গ্রিলে রশি দিয়ে গলায় ফাঁস নেয়। তার চাচা প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং প্রতিবেশীদের সহযোগিতায় নিচে নামান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুউদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাদন্তের পর ঘটনাটি হত্যা না আত্মহত্যা, সেই বিষয়ে বিস্তারিত বলা যাবে।