আড়াইহাজারে পাটের আবাদে ঝুঁকছে কৃষক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘ কয়েক বছর পর পাটের আবাদে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এ বছর উপজেলার বেশ কয়েকটি এলাকায় এবার পাটের চাষ হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, ঝড়ে কিছুটা ক্ষতি না হলে এবারের পাটের আবাদ অনেকটা লাভজনক হতো। ভবিষ্যতে এলাকায় পাটের আবাদ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী এলাকায় বেশ কিছু স্থানে পাট শুকাচ্ছেন কৃষকরা। শাহাজালাল (৬০) নামে এক কৃষক জানান, তিনি নিজ উদ্যোগে দেড় বিঘা জমিতে এ বছর পাটের চাষ করেছেন। সেই আবাদকৃত পাটই নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে শুকাচ্ছেন তিনি। দেড় বিঘা জমিতে তিনি ৭ মন পাট উৎপাদন করেছেন।

তিনি জানান, পাটের ফলন মোটামোটি ভালো হয়েছে। ঝড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত না হলে ফলন আরও ভালো হতো। এক মন পাটের বর্তমান মূল্য ২ হাজার ৮০০ টাকা বলে তিনি জানান। বল্লভদী এলাকা ঘুরে আরও কিছু জমিতে পাটের আবাদ করা হয়েছে। কোথাও শুকাতে দেওয়া পাটের সাঁরি, কোথাও পাট কাঠের সাঁরি এবং পাশাপাশি মুঠি বাঁধা পাট লক্ষ্য করা গেছে। 

কৃষকরা জানান, এক সময় পাটকে সোনালি আঁশ বলা হতো। কিন্তু বেশ কয়েকবছর ধরে পাটের বাজারদর কমে যাওয়ায় এবং বর্ষায় পর্যাপ্ত পানি না হওয়ার কারণে পাট জাগ দেওয়া এবং আঁশ ছাড়ানোর সমস্যা হচ্ছিল। এ কারণে পাট চাষ অনেকটাই কমে গেছে। এ বছর থেকে পাট চাষে মোটামোটি আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা।

আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের হাইজাদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুক ভূঁইয়া জানান, আমরা নতুন করে পাট চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।