ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এসডিখান সড়ক। তবে সড়কটির বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন ও মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতুর পূর্বপ্রান্ত জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার হয়ে সড়কটি উপজেলা সদর পর্যন্ত বিস্তৃত। সড়কটির জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। ওই সড়ক পাড়ি দিতে গিয়ে যানবাহনের চালক-যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির সময়ে দুর্ভোগ আরও বেড়ে যায়। গত ২ দিনে সড়কটিতে ছোট-বড় কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। ফলে ওই সড়ক ব্যবহারকারী ও স্থানীয় মানুষের মধ্যে উৎকণ্ঠা বেড়ে গেছে।
এর মধ্যে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এসডি খান সড়কের জামালদী এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে একটি ট্রেইলর ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী সারাফাতর (৫) নিহত ও জামিয়া আক্তার আহত হওয়ার ঘটনার দিনই রাস্তা অবরোধ করেন কয়েক হাজার এলাকাবাসী। তাদের দাবি, দিনের বেলায় এসডিখান সড়কে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করতে পারবে না।
স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধের ঘণ্টাখানেক পর সড়ক থেকে সরে আসেন অবরোধকারীরা।
এদিকে শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে ওই সড়কের জামালদী মধ্যপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে ব্যাটারিচালিত একটি অটো উল্টে নারী ও শিশুসহ কয়েকজন যাত্রী আহত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসডিখান সড়ক সংলগ্ন এলাকায় গড়ে ওঠা কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য-মালামাল পরিবহনের কাজে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়। এতে এ সড়কে যানজট সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শিকার হন স্থানীয় লোকজন। এছাড়া জামালদী ও লস্করদী এলাকায় দুটি সেতু নির্মাণ কাজের মধ্যে একটির কাজ গত ৩ বছরেও সম্পন্ন না হওয়ায় ওই সড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ বেড়েছে।
উল্লেখ্য, লস্করদী এলাকায় তৈয়ব শাহ-এর বাড়ির পাশে খালের ওপর ৩ কোটি টাকা ব্যয়ে ২৫ মিটার দৈর্ঘ্য ও পৌনে ১০ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ শেষ হয়নি ৩ বছরেও।
গজারিয়া উপজেলা প্রকৌশলী সামেউল আরেফিন বলেন, লস্করদী এলাকায় সেতু নির্মাণস্থলে ভূমি সংক্রান্ত জটিলতা থাকায় সেতু নির্মাণ কাজ ঝুলে রয়েছে।
রাস্তাটির বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ চলাচলের বিষয়ে ওই কর্মকর্তা জানান, সড়কটি কিছু অংশ সিসি ঢালাই করা হয়েছে, বাজেট পাওয়া সাপেক্ষে বাকি অংশের কাজ পর্যায়ক্রমে করা হবে।