ভবানীপুরে অভিযান, সাড়ে ৭ কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদের পর ১ একর ৯৫ শতাংশ বনভূমি উদ্ধার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা।

সোমবার (১১ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বিভিন্ন বিট অফিসের বনকর্মীরা সহযোগিতা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনায় অভিযান তত্ত্বাবধান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।

এ সময় ভবানীপুর ফরিদ মার্কেট এলাকার সিএস ১০৮০নং দাগের সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত ১২০টি পাকা বাড়িঘর ও দোকানপাট ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ১ একর ৯৫ শতাংশ বনভূমি উদ্ধার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী বন সংরক্ষক এনামুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও জাতীয় উদ্যান রেঞ্জের সহকারী বন সংরক্ষক সাকেরা আক্তার শিমু প্রমুখ।

ভবানীপুর বিট কর্মকর্তা নাসির উদ্দিন জানান, অভিযান পরিচালনার আগে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা অপসারণ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। বন রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভবানীপুর বিটে বনভূমি দখলের ওপর ইতোমধ্যে ঘটনার আড়ালে-কে একাধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ নেয় বন অধিদপ্তর।