নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কড়ইতলা ব্রিজের পূর্ব পাশে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাক চালক পালিয়ে যায়।
আহত সিএনজি চালক আবুল বাশার জানান, তিনি মদনপুর থেকে যাত্রী নিয়ে বিশনন্দী যাচ্ছিলেন। এ সময় তালতলা বাজার এলাকায় বিশনন্দী থেকে আড়াইহাজারগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই সিএনজির এক নারী যাত্রীসহ ২ জনের মৃত্যু হয়।
পরে আহত সিএনজি চালক আবুল বাশারসহ আহত ৫ জনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে আরো ২ জনের মৃত্যু হয়।
এদিকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার খবর শুনে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন হাসপাতালে পরিদর্শনে যান।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তিনি উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের পরামর্শে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পরে আড়াইহাজার থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিএনজির চালক ও আহত এক নারীর পরিচয় জানা গেছে।
সিএনজি চালক আবুল বাশার (৩৫) মদনপুরের লাল শালা এলাকার আবেদ আলীর পুত্র। আহত নারীর নাম রাবেয়া। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।