নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ বছর পূর্বে টাটকী খালে নির্মিত ব্রিজটির দুইপাশ ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ- এই ৩টি উপজেলার সংযোগস্থল ব্রিজ এটি। ব্রিজের একপ্রান্ত সোনারগাঁয়ের পাকুন্ডা ও অপর প্রান্ত রূপগঞ্জের গাবতলীর সঙ্গে সংযুক্ত হয়েছে।
জানা গেছে, সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্ডায় ব্রহ্মপুত্র নদের মোহনায় টাটকী খালের ওপর এই ব্রিজটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছিল। প্রতিনিয়ত রূপগঞ্জ উপজেলার গাবতলী, দড়িকান্দী, হোড়গাঁও, ডহরগাঁও ও আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া, ভাটি বালিয়াপাড়া, উৎরাপুর, মনোরদী ও সোনারগাঁ উপজেলার পাকুন্ডা, সিংলাবো, আমবাগ, ভরৎ, কাহেনা, ওটমা, কোবাগা, পেচাইন, রাউৎগাঁও, নোয়াদ্দা, মুন্দিরপুর, মাঝেরচর এলাকার শতশত মানুষের প্রতিনিয়ত যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজটি।
স্থানীয় গাবতলী গ্রামের সমাজসেবক মো. শাহিন হোসাইন জানান, দুই উপজেলাকে সংযুক্ত করলেও এটি ৩ উপজেলার জনসাধারণের যাতায়াতের একমাত্র ব্রিজ।
ব্রিজ সংলগ্ন এলাকায় সনাতনধর্মালম্বীদের শ্মশান ও মন্দির রয়েছে। এ শ্মশান ও মন্দির সহ স্থানীয় স্কুল- কলেজের শিক্ষার্থীদের প্রতিনিয়ত চলাচলের ব্রীজ এটি। এ ব্রীজের ওপর দিয়ে রিক্সা, অটোরিক্সা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতো। সংস্কারের অভাবে ব্রীজের দুইপাশ ভেঙে পড়ায় এখন আর যানবাহন চলতে পারছে না।
শুধ তাই নয়, মানুষ যাতায়াতেরই অযোগ্য হয়ে গেছে ব্রীজটি। ফলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট এ ঝুঁকিপূর্ণ ব্রিজটি নতুনভাবে নির্মাণ করতে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জামপুরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ইতোমধ্যে সেতু পুনঃনির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমাপ সংশ্লিষ্ট দপ্তরে পাছানো হয়েছে। আগামী বরাদ্দে সেতুটি পুনঃনির্মাণ করা হবে।