সোনারগাঁয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছেন উপজেলা বিএনপির ১ নং সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। তিনি নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।        

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন ও সাদীপুর ইউনিয়ন এ দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সেলিম সরকার, সমাজসেবক ইয়াজুদ্দীন বাবুল, বিএনপি নেতা সামসুল ইসলাম, শাহ আলম, সুলতান আল মামুন, লুৎফর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।