আড়াইহাজারের সড়কে নিহত ৪, ঘাতক ট্রাকচালক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাকের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার চালক আবুল বাশার ও এক নারী যাত্রীসহ ৪ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক কাশেমকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। চালক কাশেম বি বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাঞ্ছারামপুর গ্রামের মৃত আব্দুল খারলকের পুত্র। 

র‌্যাব- ১১ এর অফিসার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিৎ করেছেন। 

জানা গেছে, ঘটনার সময় সিএনজি চালক আবুল বাশার তার সিএনজি অটোরিকশায় যাত্রী নিয়ে মদনপুর থেকে বিশনন্দী যাচ্ছিলেন। অটোরিকশাটি তালতলা এলাকায় পৌঁছালে মালবাহী ট্রাকটি চাপা দেয়। ফলে ঘটনাস্থলে ২ জন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন মারা যায়।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক আবুল বাশার তিনি মদনপুর এলাকার আবেদ আলীর পুত্র, বি. বাড়িয়া জেলার নবীনগর থানার কালগড়া গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী পানু বিবি (৪০), বাঞ্ছারামপুর থানার হরিনগর গ্রামের মৃত সাগর চন্দ্র দাসের পুত্র লিটন দাস (৩২) এবং নবীনগর এলাকার আ.কাদেরের পুত্র জাকির হোসেন (৫৫)। এ ঘটনায় আহত এক নারীর নাম রাবেয়া। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় এ ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকচালক পালিয়ে যায়। পরে থানায় মামলা হলে আজ সকালে র‌্যাব-১১ ঘাতক ট্রাকচালক কাশেমকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।