সোনারগাঁয়ে পানিবন্দি মানুষের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ 

নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের সোনারগাঁ উপজেলা সাদীপুর ইউনিয়ন এলাকায় পানিবন্দি অসহায় ৩৩৩ জন মানুষের মাঝে শুকনো খাদ্য বিতরণ করা হয়েছে।  

সোমবার (১৮ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী সেচ প্রকল্পের উপজেলার সাদীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকায় আজ দ্বিতীয় দফায় পানিবন্দি অসহায় দুঃস্থ ৩৩৩ জনসহ দ্বিতীয় দফায় ৫৩৩ জন মানুষের মাঝে শুকনো খাদ্য চাল, ডাল, চিনি, তেলসহ ১২ রকম সামগ্রী বিতরণ করছেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলী প্রধান।

ভারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, উক্ত প্রকল্পের পানি নিষ্কাশনের জন্য ৩টি পাম্প স্থাপন করা হলেও এতে একটি পাম্প সচল আর ২টি পাম্প বিকল হওয়ায় এখানের পানি নিষ্কাশিত হচ্ছে না।

ফলে এখানে মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষের সাথে এ সমস্যা নিরসনে আলোচনা করছেন অচিরেই বিকল পাম্প ২টি সচল করা হবে এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের বরাদ্দে আরো ২টি সামাসিবল স্থাপনের আশ্বাস প্রদান করেন তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকতা সোহাগ ঘোষ। তাছাড়া সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, সিনিয়র সহ-সভাপতি আলামগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমান উল্যাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি সেরাজল হক, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ৫নং ওয়ার্ড বিএনপি সম্পাদক মো. জজমিয়া, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আল ফয়সাল, সাদীপুর ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল, সম্পাদক লুৎফর, ৪নং ওয়ার্ড বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিমুদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার শতশত জনগণ উপস্থিত ছিলেন।