নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকার ঈদগাহ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাসুম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম।
এ সময় আবু মোহাম্মদ মাসুম বলেন, আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাই। দেশবাসীর কাছে নেত্রীর জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তায়ালা যেন উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দরাজ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিলন ভুইঁয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিম সরকার, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোহাম্মদ ফারুক মিয়া, আশরাফুল ইসলাম, ফরহাদ, রাসেল মিয়া, সাজোয়ারসহ আরো অনেকে।