নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি অটোরিকশা যোগে মাদক পাচারকালে ঢাকনাবিহীন ম্যানহোলে চাকা আটকে দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে আড়াইহাজার পৌরসভার কামরানীরচর-দাসপাড়া সড়কের কামরানীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক কবির হোসেন (৩০) রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর আড়াইহাজার থানা পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। পুলিশের ধারণা, চালক কবির হোসেন তার অটোরিকশা দিয়ে মাদক পাচার করছিলেন।
স্থানীয়রা জানান, একটি ঢাকনাবিহীন ম্যানহোলে তার গাড়ির চাকা আটকে গেলে গাড়ির সামনের কাঁচ ভেঙে চালকের গলায় লাগে এবং রক্তাক্ত আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি থানায় নিয়ে যায়। এ সময় সিএনজির ভেতরে একটি বস্তায় প্রায় ১০ কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে এলাকাবাসী জানায়, এ সড়কের প্রায় ১৪টি ম্যানহোলের ঢাকনা এলাকার মাদকসেবীরা গত কয়েকদিনে চুরি করে নিয়ে গেছে। ঘটনাগুলো বারবার পৌর কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা নতুন কোন ঢাকনার ব্যবস্থা করেনি। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।