রাজবাড়ীতে পার্কিং করা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা

রাজবাড়ীতে পার্কিং করে রাখা সরকার পরিবহনের একটি বাসে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের সকল আসন পুড়ে গেছে। সেইসাথে ক্ষতিগ্রস্ত হয়ে পুরো বাস।

সড়ক পরিবহন মালিক গ্রুপের অফিসের সামনে মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুনে নেভায়।

সরকার পরিবহনের সুপারভাইজার শাহিন জানান, সরকার পরিবহনের বাসগুলো ট্রিপ শেষে মালিক সমিতির অফিসের সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে রাতে পার্কিং করে রাখা হয়। অগ্নিসংযোগ করা বাসটি কিছুদিন ধরে স্টাফ কোয়ার্টারের মধ্যে পার্ক করা ছিলো। ট্রিপের সংখ্যা বেশি হলে বাসটি বের করা হতো। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে খবর আসে স্টাফ কোয়ার্টারের মধ্যে রাখা বাস আগুনে পুড়ছে। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নেভায়। পূর্ব পরিকল্পিত ভাবেই বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মাহমুদুল হক জুয়েল বলেন মালিক সমিতি অফিসের কাছেই সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাহমুদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। তবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।