কাপাসিয়ায় ধানের পোকা নিধনে ‘পার্চিং উৎসব’

গাজীপুরের কাপাসিয়ায় কৃষি বিভাগের উদোগে পার্চিং উৎসবের আয়োজন করা হয়। রোপিত আমন ধানের জমিতে বিষ প্রয়োগ ছাড়া প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন পদ্ধতি কৃষকদের শেখাতে পার্চিং উৎসব পালন করে কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী ব্লকের টোকনগর গ্রামের শতাধিক কৃষক ও মাঠ সংযুক্তিতে ছাত্রছাত্রীর উপস্থিতিতে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আয়নাল হক, আবুল কালাম, হাজী মিজান, সোলায়মান, আতাউর রহমান, শামসুদ্দিনসহ স্থানীয় কৃষক-কৃষাণী।

প্রধান অতিথি জানান, পার্চিং পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিকভাবে ধানের পোকা নিধন করা যায়। জমিতে পুঁতে রাখা লম্বা গাছের ডাল, বাঁশের খুঁটি বা কঞ্চিতে ফিঙেসহ বিভিন্ন প্রজাতির পাখি বসে। এই পাখিগুলো জমির উপরিভাগের দৃশ্যমান পোকা খেয়ে ফসল সুরক্ষা করে। এতে করে ফসলের উৎপাদন খরচ কমে আর্থিকভাবে লাভবান হন কৃষক। আর বিষ প্রয়োগ না করার কারণে পরিবেশ দূষিত হয় না।

তিনি বলেন, উপজেলার ৩৩টি ব্লকে পাচিং উৎসব পালন করা হয়েছে। একযোগে পাচিং উৎসব পালনের মধ্য দিয়ে উপজেলায় শতভাগ পাচিং পূর্ণ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৬৪০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।