সোনারগাঁয়ে ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাজাহান ভূঁইয়ার অপকর্মে অতিষ্ঠ হয়ে উপজেলা বিএনপি সভাপতি আজাহারুল ইসলাম মান্নানের কাছে ৪০০ এলাকাবাসীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিয়েছেন অর্ধশতাধিক তৃণমূল নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সোনারগাঁয়ে ওই ওয়ার্ডের নেতাকর্মী ও এলাকাবাসী আজাহারুল ইসলাম মান্নানের বাসা বেপারী ভিলায় গিয়ে তার হাতে ওই স্মারকলিপি তুলে দেন।

ওই এলাকার সোহরাব ভূঁইয়া, জাভেদ ভূঁইয়া, মোশাররফ হোসেন, নাজিমুদ্দিনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসী সেখানে উপস্থিত ছিলেন। 

এ সময় বিএনপি সভাপতি আজাহারুল ইসলাম মান্নান বলেন, আপনাদের অভিযোগ পেলাম। তিনি তদন্তপূর্বক শাজাহান ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।