গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে অয়ন ঢালি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তালপুকুরিয়া গ্রামে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। অয়ন ওই গ্রামের নারায়ন ঢালির একমাত্র সন্তান।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে দাদির সাথে নিজেদের পুকুরের ওপরে থাকা পোল্ট্রি খামারে যায় অয়ন। খামারে তার দাদি মুরগির খাবার দেওয়ার এক পর্যায়ে অয়ন পুকুরে পড়ে যায়। মুরগীর খাবার দেওেয়া শেষে অয়নকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের ডাকা হয়। তারা খামারের নিচে পুকুরে নেমে ডুবন্ত অবস্থায় অয়নকে উদ্ধার করে। তাৎক্ষনিক তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয় জানানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।