নিখোঁজের ৫দিন পর ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার বিলের মধ্যে থেকে উজ্জল মোল্লা (৩৫) নামের এক রঙ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নুরপুর গ্রামে বিলের মধ্যে পরিত্যক্তে এক বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উজ্জল মোল্লা ওই গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, রঙ মিস্ত্রি উজ্জল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। ৫ দিন ধরে উজ্জ্বল নিখোঁজ ছিল। শুক্রবার বেলা ১২টার দিকে পরিত্যক্ত বাড়ির মালিক আক্কাস শেখ নৌকা নিয়ে ওই বাড়িতে গিয়ে ঘরের মধ্যে মরদেহ দেখে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে দেয়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, অর্ধগলিত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে মরদেহ প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।