গাজীপুরে নিখোঁজ নারীর গলাকাটা মরহেদ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগম (৫০) নামের এক নারীর গলাকাটা মরহেদ উদ্ধার করেছে পুলিশ। তিনি সকালে তাল কুড়াতে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঝোপের ভেতর মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা। নিহত কমলা উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কদম আলীর স্ত্রী।

কদম আলী জানান, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তখন তার স্ত্রী কমলা তাল কুড়ানোর উদ্দেশ্যে পাশের গাছতলায় যায়। দুপুরে বাড়ি ফিরে তাকে দেখতে না পেয়ে নাতিকে জিজ্ঞেস করেন। তখন তার নাতিও দাদি কোথায় গেছে তা বলতে পারেনা। এরপর তিনিসহ বাড়ির সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এরই একপর্যায়ে ঝোপের মধ্যে মাটি খোঁড়া দেখে প্রতিবেশীরা সন্দেহ করে। সেখানে থেকে মাটি সরিয়ে কমলার গলাকাটা মরদেহ দেখতে পান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান ওসি।