শিবচরে ড্রেজার ব্যাটারি ও তেল জব্দ, পাইপ ধ্বংস

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীতে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ড্রেজার পাইপ ধ্বংস ও লোহার পাইপ জব্দ করা হয়। এছাড়া বালু পরিবহনের জন্য ব্যবহৃত একটি ট্রাক ও দুটি নসিমনও (শ্যালো ইঞ্জিন চালিত) জব্দ করা হয়। 
 
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আড়িয়াল খাঁ নদের উৎরাইল ও ময়নাকাটা নদীর যাদুয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিবচরের বিভিন্ন নদ-নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি চক্র। গভীর রাতে নদ-নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু তোলা হয়। অভিযোগের ভিত্তিতে আজ সকাল থেকে অভিযানে নামে উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও শিবচর থানা পুলিশের টিমও সঙ্গে ছিল।
এ সময় আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। ময়নাকাটা নদী থেকে ৪টি ড্রেজার জব্দ করে পাইপ ধ্বংস করে প্রশাসন। এ সময় ড্রেজারের ব্যাটারি, তেল জব্দ করা হয়। এছাড়া সড়কের উপর থাকায় বালুর পাইপও ধ্বংস করা হয়।
 
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, আমি শিবচর যোগদানের পরই অবৈধ বালু উত্তোলনের বিষয়টি জেনেছি। এখানে বালু উত্তোলনকারীর সংখ্যা বেশি। আমরা সকাল থেকে আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীতে অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপ জব্দ ও ধ্বংস করেছি।
তবে অভিযানের খবর পেয়ে ড্রেজারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।