নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভান (২৫) নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইসদাইর ওসমানী স্টেডিয়াম এলকায় তার ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইভান শহরের ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা আজম বাবুর ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভ টিজিং, কিশোর গ্যাংয়ের নেতৃত্বসহ একাধিক মামলা রয়েছে।
ইভানের ভাই রাফিয়ান জানান, গতকাল রাত ৯টার দিকে ৮-১০ জন যুবক মোটরসাইকেল থেকে নামিয়ে ইভানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় বাঁধা দিতে গেলে নাছিম নামের একজন আহত হন।
পরে ইভানকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইভানকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইভানের বাবা আজম বাবু।
স্থানীয়রা জানায়, ইভানের সঙ্গে ইসদাইর রেললাইন বস্তির সাইফুল ও তার ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে একাধিকবার সংঘর্ষ হয়েছে ২ গ্রুপের। মাস খানেক আগে সাইফুল ও তার দুই সহযোগীকে ‘চোর’ আখ্যা দিয়ে মারধর করেন ইভান। এরপর থেকে সাইফুল ও তার সহযোগীরা ক্ষিপ্ত ছিল। সেই জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।