আড়াইহাজারে একদিনে ডাকাত সদস্যসহ ২ খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একদিনেই এক ডাকাত সদস্যসহ ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদি এলাকায় আয়নাল হক (৩৫) নামে এক ডাকাত গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আয়নাল হক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মো. মাহিরের ছেলে।

একই দিন বিকেলে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার পাশে পুকুরে ভাসমান অবস্থায় রবিউল ইসলাম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রবিউল ইসলাম পাঁচরুখী বাঘাই ভিটা এলাকার মৃত আ. বাতেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবককে হত্যা করে মরদেহ কাঠের সাথে বেঁধে পুকুরের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদি কবরস্থান এলাকায় অটোরিকশায় ডাকাতি করতে গেলে স্থানীয়রা ডাকাত আয়নাল হককে গণপিটুনি দেয়। 

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মো. সাইফ উদ্দিন জানান, গণপিটুনিতে একজন ডাকাত নিহতের ঘটনা শুনেছি। তার বিরুদ্ধে থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।

এছাড়া পুকুরে ভাসমান অবস্থায় রবিউলের মরদেহটি কাঠের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এটিও একটি হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। ২ মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।