গাজীপুরে বেতন পরিশোধের আশ্বাসে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ থেকে অবরোধ প্রত্যাহার করেছে বুলবুল নিটের (সুতা তৈরি কারখানার) শ্রমিকরা। এতে ব্যস্ততম মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামেরর আশ্বাসে সড়ক ছেড়েছে শ্রমিকরা।
এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানার শ্রমিকরা বকেয়া বেতন চেয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
শ্রমিকেরা জানান, কয়েক মাস ধরে কারখানার চীনা মালিকদের অনুপস্থিতিতে বেতন পরিশোধ হয়নি। বারবার চেষ্টা করেও তারা বকেয়া বেতন পাননি। তাই আজ সকালে আন্দোলনে যোগ দেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছে। মালিক পক্ষের সঙ্গে কথা বলার পর দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।