মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি শিল্পপ্রতিষ্ঠানের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার ভবেরচর এলাকায় বসুন্ধরা টিস্যু কারখানার ইউনিট-৩ এর গুদামে এ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে অর্ধকোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন ব্যবস্থাপক মো. ফিরোজ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গজারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ও গজারিয়া বিসিক ফায়ার সার্ভিস স্টেশনের ২টিসহ মোট ৪টি ইউনিট অগ্নি নির্বাপন কাজে অংশগ্রহণ করে। এক ঘণ্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন পুরোপুরি নির্বাপন করা হয় ভোররাত সোয়া ৪টায় দিকে।
তবে এর আগেই গুদামে রক্ষিত বিপুল পরিমাণ নন ওভেন, এসএপি কেমিক্যাল ও পাল্ব আগুনে পুড়ে ও পানিতে ক্ষতি হয়েছে।
এ সময়ে ফায়ার সার্ভিস ও কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় গুদাম ঘরে রক্ষিত বিভিন্ন ধরনের আনুমানিক কোটি টাকা মূল্যের কাঁচামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আগুন নিয়ন্ত্রণের পর পরিস্থিতি এখন স্বাভাবিক।