মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১০০০ চারা রোপণ

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাদারীপুরে এক হাজার কৃষ্ণচূড়া ও জারুলের চারা রোপণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পাঠশালা ও মাদকবিরোধী আন্দোলন পখিরা শাখা।
 
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
৪ মাস আগে জেলার শিড়খাড়া ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায় একটি বটগাছ ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলা হলে তা জেলাজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরই প্রতিবাদ হিসেবে আলোর পাঠশালা বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেয়। সংগঠনটি ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে ২ হাজার চারা রোপণ সম্পন্ন করেছে।
 
 
আলোর পাঠশালার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ বলেন, বটগাছ কাটাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার প্রতিক্রিয়ায় আমরা গাছ লাগানোর উদ্যোগ নেই। আজ আমরা এক হাজার কৃষ্ণচূড়া ও জারুল গাছ রোপণ করেছি। আমাদের স্বপ্ন, পুরো জেলায় এক লক্ষ বৃক্ষ রোপণ করা। পাশাপাশি আমরা চাই, মাদারীপুরের যুবসমাজ যেন মাদক থেকে দূরে থেকে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসে।
 
এ সময় উপস্থিত ছিলেন- পাশে আছি মাদারীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, মাদকবিরোধী আন্দোলন পখিরা এর সহ-সভাপতি দাদন হোসেন, সেচ্ছাসেবী ফখরুদ্দিন রাজীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
 
স্থানীয়রা জানান, এ উদ্যোগ শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও সবুজের প্রতি অনুপ্রাণিত করবে।